জমজমের পানি পান করার নিয়ম
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহহি ওয়া বারাকাতুহু আপনার প্রশ্ন “ জমজমের পানি পান করার নিয়ম কি?”
বিসমিল্লাহ, ওয়াল হামুদুল্লিাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আল রাসুল্লিাহ যমযমের পানি পানের শিষ্টাচার সম্পর্কে ইবন আব্বাস রা. বলেন,
إِذَا شَرِبْتَ مِنْهَا، فَاسْتَقْبِلِ الْقِبْلَةَ، وَاذْكُرِ اسْمَ اللهِ، وَتَنَفَّسْ ثَلاَثًا، وَتَضَلَّعْ مِنْهَا، فَإِذَا فَرَغْتَ، فَاحْمَدِ اللَّهَ عَزَّ وَجَلَّ، فَإِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ : إِنَّ آيَةَ مَا بَيْنَنَا، وَبَيْنَ الْمُنَافِقِينَ، إِنَّهُمْ لاَ يَتَضَلَّعُونَ مِنْ زَمْزَمَ
“যখন তুমি যমযমের পানি পান করবে, তখন কেবলামুখী হবে, আল্লাহকে স্মরণ করবে এবং তিন বার নিঃশ্বাস নেবে। তুমি তা পেট পুরে খাবে এবং শেষ হলে মহান আল্লাহর প্রশংসা করবে। কেননা রাসূলুল্লাহ (সা.) বলেছেন, আমাদের ও মুনাফিকদের মধ্যে পার্থক্য এই যে, মুনাফিকরা পেট ভরে যমযমের পানি পান করে না।” [ইবন মাজাহ, আস—সুনান, ৩০৬১]
হাদীসটি থেকে ৫ টি আদব জানা যাচ্ছে:
- কেবলামুখী হওয়া
- বিসমিল্লাহ বলা/আল্লাহকে স্মরণ করা
- তিন শ্বাসে পান করা
- পেট ভরে পান করা
- পান করা শেষে আল—হামুদিল্লাহ বলা/অল্লাহর প্রশংসা করা।
আল্লাহু আ‘লামু বিস—সাওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহহি ওয়া বারাকাতুহু