বাংলাদেশে উমরাহ ভিসা আবেদন করার নিয়ম

প্রতি মাসেই উমরাহ করার জন্য অসংখ্য হাজি সাহেব মক্কা মদিনা সফর করে থাকেন। ভিসা জটিলতার কারণে কখনো কখনো হাজি সাহেবদের দুর্ভোগ পোহাতে হয়। ভবিষ্যতে যেন এ দুর্ভোগ কমে আসে এবং এবং সহজে ভিসা মেলে, এজন্য আজকের লেখায় তুলে ধরা হল ওমরাহ ভিসা আবেদন করার নিয়ম-কানুন।

ভিসা আবেদন ফরম

উমরাহ ভিসার প্রয়োজনীয় ডকুমেন্টস

  • ভিসা আবেদন ফরম
  • ৬ মাসের ভেলিডিটি সম্পন্ন পাসপোর্ট (যার অন্তত ৪টি পেজ ভিসা স্ট্যাম্পিংয়ের জন্য খালি থাকা প্রয়োজন)
  • সাদা ব্যাকগ্রাউন্ডের ২ কপি সাম্প্রতিক তোলা ছবি
  • স্মার্ট কার্ড বা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
  • জন্মসনদের ফটোকপি (শিশুদের জন্য)
  • বিবাহিত দম্পতির জন্য বিবাহ সনদপত্রের ফটোকপি
  • মাহরাম প্রমাণের কাগজপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)
  • কোভিড ১৯ টিকা সনদের ফটোকপি
  • রাউন্ড-ট্রিপ ফ্লাইট টিকেট
  • হোটেল বুকিংয়ের প্রমাণ
  • অন্যান্য ডকুমেন্টস (প্রযোজ্য ক্ষেত্রে)
ভিসা প্রসেসিং

ভিসা প্রসেসিং ও ফি

  • ই ভিসার জন্যঅনলাইনে নির্দিষ্ট ওয়েবসাইটে ফরম ফিলাপ করা
  • পাসপোর্টে ভিসার জন্য আবেদন ফরম পূরণ করে সৌদি দূতাবাসে যোগাযোগ করা
  • পাসপোর্টের সাথে প্রয়োজনীয় ডকুমেন্টস সাবমিট করা
  • ভিসা ফি প্রদান
  • পাসপোর্ট সংগ্রহ (ভিসা হলে ভিসাসহ)

ভিসার ধরন

উমরাহ ভিসা: কেবল উমরাহর জন্য ৯০ দিনের মেয়াদসহ ভিসা দিয়ে থাকে সৌদি সরকার। এটাকে ওমরাহ ভিসা বলা হয়। এ ভিসা দিয়ে মক্কা-মদিনা ছাড়া সৌদি আরবের অন্য কোনো স্থান ভ্রমণ করা যাবে না।

ট্যুরিস্ট/ভিজিট ভিসা: সৌদি আরব ভ্রমণের জন্য যে ভিসা দেয় সৌদি দূতাবাস, এটিকে ট্যুরিস্ট বা ভিজিট ভিসা বলে। এ ভিসা দিয়ে সৌদি আরবের যে কোনো স্থান (অনুমোদিত) ভ্রমণ করা যায়। এ ভিসায় ওমরাহ করার অনুমতি নেই। যদিও অনেকে এ ভিসায় ওমরা পালন করেন।

কেন নির্ভরযোগ্য অ্যাজেন্সি থেকে উমরাহ ভিসার জন্য আবেদন করবেন?

  • অভিজ্ঞতা ও দক্ষতা: নির্ভরযোগ্য হজ ওমরাহ ট্রাভেল অ্যাজেন্সিগুলো প্রতি মাসেই গ্রুপ নিয়ে উমরায় যায়। কোনো কোনো মাসে উমরাহর জন্য একাধিকবার মক্কা-মদিনায় যায় এসব অ্যাজেন্সির দায়িত্বশীলরা। ফলে এ ময়দানে অ্যাজেন্সিগুলো অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ।
  • তথ্য সহযোগিতা: উমরাহ ট্রাভের এজেন্সিগুলো হাজিদের সঠিক ও সর্বশেষ তথ্য দিয়ে সহযোগিতা করে থাকে।
  • নির্ভুলভাবে ভিসা আবেদন ফরম পূরণ: উমরাহ ট্রাভেল অ্যাজেন্সি হাজিদের ভিসা আবেদন ফরম নির্ভুলভাবে পূরণ করে থাকে। এতে ভিসা প্রাপ্তির সম্ভাবনা বেড়ে যায়।
  • ডকুমেন্টস সহযোগিতা: ওমরাহ ভিসাপ্রাপ্তির জন্য যা যা ডকুমেন্টস প্রয়োজন হয়, হাজিদের সেসব ডকুমেন্টসের লিস্ট দিয়ে দেয় হজ ও উমরাহ ট্রাভেল অ্যাজেন্সিগুলো। ডকুমেন্টস স্বল্পতা থাকলে, তা কীভাবে সমাধান করা যায় সে পরামর্শও দিয়ে থাকে এসব এজেন্সি।
  • হোটেল ও ট্রান্সপোর্ট সাপোর্ট: হাজি সাহেবদের জন্য মক্কা ও মদিনায় থাকার ব্যবস্থা করে উমরাহ ট্রাভেল অ্যাজেন্সিগুলো। এয়ারপোর্ট থেকে মক্কা ও মক্কা থেকে মদিনা এবং মদিনা থেকে এয়ারপোর্টে যাতায়াতের জন্য ট্রান্সপোর্ট ব্যবস্থা করে দেয় এসব অ্যাজেন্সি।
  • পরিদর্শন সহযোগিতা: হাজি সাহেবদের মক্কা ও মদিনার ঐতিহাসিক স্থানগুলো পরিদর্শনে সহযোগিতা করে থাকে হজ-উমরাহ ট্রাভেল অ্যাজেন্সিগুলো। কোনো কোনো অ্যাজেন্সি হাজিদের তায়েফ পরিদর্শন করার সুযোগও করে দেন।
  • খাবার সহযোগিতা: মক্কা ও মদিনায় হাজি সাহেবরা কোথায় খাওয়া দাওয়া করবেন, এ ব্যাপারে খাবার সরবরাহ করে বা তথ্য দিয়ে সহযোগিতা করে থাকে হজ-উমরাহ ট্রাভেল অ্যাজেন্সিগুলো।
  • ইমার্জেন্সি সহযোগিতা: অসুস্থতা বা হারিয়ে যাওয়ার মত ইমার্জেন্সি মুহুর্তে হাজিদের সহযোগিতা করে থাকে হজ-উমরাহ ট্রাভেল অ্যাজেন্সিগুলো।

কাবা তাওয়াফ

উমরাহ প্যাকেজসমূহ

ট্রাভেল অ্যাজেন্সিভেদে উমরাহ করার জন্য নানান রকম প্যাকেজ আছে বাংলাদেশে। তবে নিম্নের প্যাকেজগুলো তুলনামূলক বেশি পরিচিত:

  • সাশ্রয়ী উমরাহ প্যাকেজ
  • প্রিমিয়াম ওমরাহ প্যাকেজ
  • ফ্যামিলি উমরাহ প্যাকেজ
  • করপোরেট উমরাহ প্যাকেজ
  • রমাদান উমরাহ প্যাকেজ
  • ইতিকাফসহ রমাদান ওমরাহ প্যাকেজ

ওমরাহ খরচ

প্যাকেজভেদে ওমরাহর খরচ কখনো কম এবং কখনো বেশি হয়। প্যাকেজ ভিন্নতায় বাংলাদেশের হাজিদের ১লাখ ৩৫ হাজার টাকা থেকে ২লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত উমরাহর জন্য ব্যয় করতে হয়।

উমরাহ করার উপযুক্ত সময়

  • আরামদায়ক পরিবেশে উমরাহ করতে চাইলে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস
  • তুলনামূলক কম খরচে উমরাহ পালনের জন্য উপরোক্ত মাসগুলো ব্যতীত বছরের অন্যান্য সময়
  • ধর্মীয় দিক বিবেচনায় রমাদান মাস

সারসংক্ষেপ

জীবনে একবার হলেও উমরাহ করার স্বপ্ন থাকে বিশ্বের সব মুসলিমের। এ স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রয়োজন আল্লাহর কাছে দোয়া এবং পরিকল্পনা অনুযায়ী প্রয়োজনীয় সব কাজ করা। উমরাহর সফরকে অর্থবহ করে তুলতে এবং নিখুঁতভাবে উমরাহ পালনে হাজি সাহেবদের সহযোগিতা করতে নির্ভরযোগ্য সকল সেবা প্রদান করছে ‘হিজাজ হজ ও উমরাহ কাফেলা’ ট্রাভেল অ্যাজেন্সি। যোগাযোগ করুন এই অ্যাজেন্সির সাথে এবং আজই পূরণ করুন আপনার উমরাহ পালন করার স্বপ্ন।

উমরাহ ভিসা প্রসেসিং, কিংবা নিয়মিত উমরাহ প‌্যাকেজ সম্পর্কিত যে কোন প্রয়োজনে,

Apply for an Umrah visa and experience the hassle-free journey to the city of Makkah.

Arrow